আমরা সবাই কম
বেশি ইন্টারনেট ব্যাবহার করি এবং প্রায়ই ইন্টারনেট কম স্পীড সংক্রান্ত সমস্যার
মখোমুখি আমাদের হতে হয় । আর যারা ছোট-খাট শহর বা গ্রামে থাকি তাদের ক্ষেত্রে এই
সমস্যা আরো প্রকট ।
আপনি জানেন কি
Microsoft তাদের Windows অপারেটিং
সিস্টেম ব্যবহারকারীদের
কম্পিউটারের ২০% ইন্টারনেট স্পিড কমিয়ে
রাখে বাই ডিফল্ট ।
এই ২০% ব্যান্ডউইথ Microsoft তাদের প্রোডাক্ট আপডেট করার জন্য
রিসার্ভ করে রাখে। সেই জন্য আপনি বঞ্চিত হচ্ছেন ২০% ব্যান্ডউইথ থেকে। কি আজব তাই না
?তাহলে চলুন দেরি না করে ২০% স্পীড যোগ করি আমাদের ইন্টারনেটের বর্তমান স্পীডের সাথে।
প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে -
Click Start
Click Run
এবার Type করুন – gpedit.msc
Click Start
Click Run
এবার Type করুন – gpedit.msc
Press Enter
তারপর Group Policy Editor নামে একটি ডায়লগ বক্স আসবে
তারপর Group Policy Editor নামে একটি ডায়লগ বক্স আসবে
QOS Packet Scheduler এ ক্লিক করুন
এখন ডান পাশে খেয়াল করুন “Limit Reservable bandwidth” লিখা আছে না এখানে ডবল ক্লিক করুন।
এবার আপনি দেখতে পাবেন ওখানে দেয়া আছে ” is not configure ”
এখন ডান পাশে খেয়াল করুন “Limit Reservable bandwidth” লিখা আছে না এখানে ডবল ক্লিক করুন।
এবার আপনি দেখতে পাবেন ওখানে দেয়া আছে ” is not configure ”
এখন ডাবল ক্লিক করে সিলেক্ট করুন
“Enabled”
Reservable bandwidth 0% সিলেক্ট করুন
তারপর Apply
সবশেষে OK
সমস্ত প্রক্রিয়াটির
স্ক্রীনশট পেতে ডাউনলোড লিংক
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন