আপনার ডেস্কটপ
পিসির হার্ডওয়্যার এর বিবরণ পি সি কেনার সময় এর বিভিন্ন যন্ত্রাংশের প্যাকেটের গায়ে
লেখা থাকে । অনেক সময় আমরা এক জায়গা থেকে হার্ডডিস্ক আর এক জায়গা থেকে মাদারবোর্ড
কিনে থাকি ফলে সবগুলোর কনফিগারেশন সঠিক ভাবে জানা যায় না । আজ আমি আপনাদের এমন
একটি ছোট সফ্টওয়ারের সাথে পরিচয় করিয়ে দেব যার মাধ্যমে আপনি আপনার কম্পিউটারের
হার্ডওয়্যারের সকল তথ্য পাবেন একসাথে। সফটওয়্যার টির নাম cpu –Z এবং
এর সাইজ মাত্র
1.36 MB
সফটওয়্যারটি
ডাউনলোড করার পর আপনি আপনার পিসিতে ইন্সটল করুন এবার সফ্টওয়্যার টি রান করুন এবার
দেখুন আপনার কম্পিউটার এর ফুল কনফিগারেশন একসাথে ।
এর
মাধ্যমে আপনি জানতে পারবেন
প্রসেসর
এর মডেল, টেকনোলজি, ক্লক স্পীড , ক্যাশ মেমোরি , মাদারবোর্ডের সম্পূর্ন বর্ণনা,
মেমোরি , মেমোরি টাইপ, গ্রাফিক্স, র্যাম এর বর্ণনা এবং আর ও অনেক কিছু।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন