নিজেই হোন বস (মেগা পোস্ট, পর্ব-১)


আমরা সকলেই ছোটবেলায় AIM IN LIFE নামক ইংরেজী রচনাটি পড়েছি এবং ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক ইত্যাদি হতে চেয়েছি । কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন এবং রচনার মত সহজ নয় । তাই বাস্তবতার প্রেক্ষিতে আপনাকে নির্ধারন করতে হবে আসলে আপনি কি করতে চান? চাকুরী, ব্যবসা নাকি অন্য কোন পেশা ?

আমাদের বাংলাদেশের প্রচলিত শিক্ষা ব্যাবস্থা চাকুরীর জন্য নির্মিত। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করা অবস্থায় আমাদের অবচেতন মনে চাকুরীর কথা প্রবেশ করানো হয়। আমি নিজেও এর ব্যতিক্রম নয় ।নিজের পায়ে দাড়ানো, ব্যবসা প্রতিষ্ঠান সৃষ্টি, উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থান সৃষ্টি-এই ধারনাগুলো খুব কমই রয়েছে বা নেই বল্লেই চলে আমাদের শিক্ষাব্যবস্থায়।
প্রথমেই আসা যাক ডাক্তার ও ইঞ্জিনিয়ার প্রসঙ্গে । ডাক্তারী ও ইঞ্জিনিয়ারিং পড়া যায় দুই ভাবে এক সরকারি কলেজ বা বিশ্ববিদ্যালয়ে, দুই বেসরকারি কলেজ বা বিশ্ববিদ্যালয়ে । সরকারি কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়া খুব সহজ নয় । সেখানে পড়তে হলে মেধাবী হতে হবে এবং খুব পড়াশোনা করতে হবে । আর দ্বিতীয়টি মানে বেসরকারি কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়তে হলে বাপ-দাদার প্রচুর টাকা থাকতে হবে । সরকারি বা  বেসরকারি যেভাবেই পড়া হোক নিজের বা পরিবারের জন্য চাকরী নামক সোনার হরিণের পিছনে দৌড়াতেই হবে ।অন্যান্য পেশার কথা আর বলতে চাই না ।
এছাড়া আমাদের বাংলাদেশের জনসংখ্যা প্রায় ষোল কোটি এবং দিন দিন তা যে বাড়ছে
সেখানে চাকরী নামক সোনার হরিণ পাওয়া খুব সহজলভ্য নয় ।উল্লেখ্য, আমাদের বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় চল্লিশ শতাংশ এখনও বেকার ।এরকম পরিস্থিতিতে আত্মকর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি অন্যদের কর্মসংস্থান সৃষ্টি একান্ত জরুরী ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন